বছরচারেক আগে অভিনয় থেকে বিরতি নেন তাহসান রহমান খান। এরপর পুরোপুরি মনোযোগী হয়েছিলেন গানে। গান, কনসার্ট, মিউজিক্যাল ট্যুর সবকিছু মিলিয়ে দারুণ সময় পার করছিলেন। কিন্তু হঠাৎ করেই এবার গানেও ইতি টানলেন সংগীতের জনপ্রিয় এ তারকা।
মেলবোর্নের এক কনসার্টে দাঁড়িয়ে উপস্থিত দর্শকের সামনে ঘোষণা দিলেন, ‘অবসরে যাচ্ছি আমি’। হঠাৎ অবসরের কারণ, ক্যারিয়ার ও সবকিছু নিয়ে আজ সোমবার দুপুরে তার সঙ্গে কথা বলেন ইমরুল নূর।
অভিনয় ছেড়ে দিলেন, এরপর হঠাৎ করে গান থেকেও অবসরের ঘোষণা। এখনই কেন মনে হলো অবসরে যাওয়া উচিত?
এটা এখনই মনে হয়েছে, তেমন না।
অনেক দিন থেকেই এমনটা মনে হচ্ছিল। অবশেষে জানিয়েই দিলাম।
গত মাসে যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল, তখনই জানিয়েছিলেন, আপনি অবসরে যাচ্ছেন। কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে অবসরের ঘোষণাটা কি দর্শক প্রতিক্রিয়া দেখার জন্য?
না।
অনুভব করেছি, যাদের জন্য আজকের এই আমি তাদেরকেই জানানো উচিত, তাই জানিয়ে দেওয়া।
অস্ট্রেলিয়ায় চলমান কনসার্টটিকে শেষ কনসার্টও বলেননি, শেষ ট্যুর বলেছেন। পুরো বিষয়টা একটু পরিষ্কার করবেন...
ব্যান্ডের সঙ্গে এটাই আমার শেষ ট্যুর। এরপর ঢাকায় দুটি প্রাইভেট শো রয়েছে। সেটা শেষ করে তারপর একদম বন্ধ।
ওটাই হবে লাস্ট শো।
অবসরের নেওয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকেও বিরতি নেওয়ার কারণটা কী?
রিটায়ার্ড মানুষের আবার সোশ্যাল মিডিয়ার প্রয়োজন কী! এই টক্সিক সোশ্যাল মিডিয়াতে ভালোর চেয়ে খারাপটাই বেশি। এত এত ট্রমা আর ফেইক নিউজ ভাইরাল হয় যা পাবলিক ফিগার হিসেবে এক ধরনের অত্যাচার। এই অত্যাচার আর নিতে চাই না।
হুট করে গান ছেড়ে দেওয়ার বিষয়ে আপনার ভক্ত অনুরাগীরা ইতিমধ্যেই বিষণ্ণ হয়ে পড়েছেন। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন?
শুধু এতুকুই বলব, ধন্যবাদ তোমায়, সুরের বন্ধু ভেবেছ।
২৫ বছরের ক্যারিয়ারে আপনার প্রাপ্তি কী? সেইসঙ্গে জানতে চাইব, কোনো অপ্রাপ্তি বা কোনো অপূর্ণ ইচ্ছে রয়েছে কি না?
এই দীর্ঘ ক্যারিয়ারে এত এত শ্রোতা-দর্শক, মানুষের ভালোবাসা পেয়েছি যা অমূল্য। যোগ্যতার চেয়েও অনেক বেশি পেয়েছি। এই ভালোবাসাগুলোই আমার প্রাপ্তি। কোনো অপূর্ণতা নেই।
অবসরের পরের সময়টা কিভাবে কাটাবেন বলে স্থির করেছেন?
অস্ট্রেলিয়া ট্যুর শেষ করে আগামী সপ্তাহে দেশে ফিরব। এরপর ডিসেম্বরে ঢাকার শো-টা করব, এরপর তো অবসরই। পরের বাকি সময়টা খুবই সাধারণ একটা জীবন কাটাতে চাই।